লোকাল ট্রেন বন্ধ রেখেই ফের বাড়লো আংশিক লকডাউনের বিধির সময়সীমা

28th August 2021 9:13 pm রাজ‍্য
লোকাল ট্রেন বন্ধ রেখেই ফের বাড়লো আংশিক লকডাউনের বিধির সময়সীমা


নিজস্ব সংবাদদাতা ( বর্ধমান ) : সেপ্টেম্বর ও অক্টোবর মাস নাগাদ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরতে পারে বলে আশঙ্কা রয়েছে । তার উপর উৎসবের মরশুম আসন্ন বাংলায় । এই পরিস্থিতিতে নবান্ন এর তরফে বের বাড়ানো হল আংশিক লকডাউন এর বিধি নিয়মের সময়সীমা । আগামী ১৫ ই সেপ্টেম্বর অবধি ফের বাড়ানো হল আংশিক লকডাউন এর বিধি পালনের সময় । লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধই থাকছে । ভীড় নিয়ন্ত্রণ যেমন জরুরী তেমনি মাস্ক ব‍্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরী বলেই বলা হয়েছে নির্দেশিকায় । তবে নয়া নির্দেশিকায় ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে কোচিং সেন্টার খোলা যেতে পারে স্বাস্থ্য বিধি মেনে তা বলা হয়েছে । দীর্ঘ সময় ধরে স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ । তবে চাকরী সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি যাতে কোচিং ক্লাস থেকে নেওয়া যায় তার জন‍্য কিছুটা বিধি শিথিল করা হয়েছে । রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা অবধি জারি থাকছে নাইট কারফিউ । পুলিশ আধিকারিকরা বিষয়টির উপর কড়া নজরদারি রাখবেন । এছাড়া আগের নির্দেশিকায় যা বলা ছিল তাই বহাল থাকছে । আপাতত ১৫ ই সেপ্টেম্বর অবধি বাড়ানো হল সময়সীমা বিধি পালনের । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।